অসম্ভব সাহসী ছাড়া এ জিনিস করা কারো পক্ষে সম্ভব নয়৷ ক্যাচ ধরে ব্যাটসম্যানকে ডাগ-আউটে ফেরাতে না পারলেও ব্রেন্ডন ম্যাককুলামের প্রচেষ্টাকে কুর্নিশ করছে ক্রিকেট বিশ্ব।
সোমবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকরা সাক্ষী থাকলেন ম্যাককুলাম ম্যাজিকের। চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-তে চেন্নাই সুপার কিংস-ডলফিন্স ম্যাচে সুপার হিরো হয়ে ওঠেন নিউজিল্যান্ড অধিনায়ক। প্রথম ব্যাট করে ডলফিন্সের সামনে ২৪২ রানের লক্ষ্য দেয় চেন্নাই। রান তাড়া করে ১৮৮ রানে অল-আউট হয়ে যায় ডলফিন্স। কিন্তু ডলফিন্সের ইনিংসের ১৬তম ওভারে ডোয়েন ব্র্যাভোর ডেলিভারি মিড-অনের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাটানোর চেষ্টা করেন রবার্ট ফ্রাইলিঙ্ক। কিন্তু, নিশ্চিত ওভার বাউন্ডারি বাঁচান ম্যাককুলাম। বাউন্ডারি সীমানার উপর দিয়ে শূন্যে শরীর ভাসিয়ে বল ধরে ছয় বাঁচান তিনি।