এখনই আন্তর্জাতিক ফুটবলকে গুড বাই জানানোর কোনো ইচ্ছাই নেই লিও মেসির।
বেশ কয়েকদিন ধরেই বিশ্ব ফুটবলের আনাচে-কানাচে মেসির আবসরের খবরটা উড়ছিল। তবে সেই গুঞ্জন একেবারেই উড়িযে দিলেন ফুটবল যুবরাজ স্বয়ং। জাতীয় দলে যোগ দিয়ে মেসি জানিয়ে দিলেন আর্জেন্টিনার জার্সি গায়ে এখনও অনেক কিছু দেওয়ার আছে তার। কিছুদিনের মধ্যেই দলের নতুন কোচ জেরার্ড মার্টিনোর অধীনে ব্রাজিল ও হংকং-এর বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলতে নামছেন বার্সা তারকা।
মার্টিনো ওই দুই প্রীতি ম্যাচে মেসিকে দলে ডেকেছেন। এর আগে গ্রোয়েন ইনজুরির জন্য জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি মেসি। এবং গুঞ্জনের শুরু তখন থেকেই৷সমালোচকরা বলতে শুরু করে দেন, জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার খিদেটাই হারিয়ে ফেলেছেন মেসি৷বিশেষ করে ব্যর্থতার দায় বহন করা একেবারেই না পসন্দ মেসির। আর সেই কারণেই নীল-সাদা জার্সি গায়ে চাপাতে চাইছেন না তিনি। মেসির পাশাপাশি অবশ্য সব গুজব উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।