স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার পিছু নিয়েছে ভ্যালেন্সিয়া এবং সেভিয়া। চার ম্যাচ পর ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে ভ্যালেন্সিয়া ও সেভিয়া। গত সোমবার গেটাফেকে ৩-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। এ জয়ের ফলে শীর্ষ স্থানের দিকে ছুটে চলছে সর্বশেষ ২০০৪ সালে লা লিগা জয় করা ভ্যালেন্সিয়া। গত সোমবার ভ্যালেন্সিয়ার জয়ের নায়ক ছিলেন প্যাকো আলকাসের, আন্দ্রে গোমেজ এবং রদ্রিগো। তিনজনেই একটি করে গোল করেছেন দলের পক্ষে। তবে লাল কার্ড দেখতে হয়েছে রদ্রিগোকে। ভ্যালেন্সিয়া দীর্ঘদিন পর লা লিগায় শীর্ষস্থানের জন্য লড়াই করছে। ২০০৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর মাঝে মধ্যেই শীর্ষ চারে থাকলেও শিরোপার জন্য শক্ত লড়াই দিতে পারেনি তারা। চলতি মৌসুমে প্রথম থেকেই ভ্যালেন্সিয়া দারুণ খেলছে। প্রথম ম্যাচে সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা। দেখা যাক, মৌসুমের শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়া নিজেদের এই জয়যাত্রা অব্যাহত রাখতে পারে কিনা! এদিকে আজ বার্সেলোনা খেলতে যাচ্ছে মালাগার মাঠে। শীর্ষে থাকা কাতালানদের আজ কঠিন পরীক্ষাই দিতে হবে। আজ লা লিগার ম্যাচে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদও। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলমেরিয়া। দিয়েগো সিমিওনের শিষ্যরা চার ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে লিগে চার নম্বরে অবস্থান করছে।