প্রথম দিন বৃষ্টিতে অধিকাংশ সময়ই খেলা হয়নি। মাত্র ২১.২ ওভার খেলা হয়েছিল। তাতেই আলো ছড়িয়েছিলেন শাহরিয়ার নাফিস। অপরাজিত ছিলেন ৫৮ রানে। কাল সেই ইনিংসটাকে তিন অংকের ঘরে নিয়ে যেতে পারেননি। ব্যক্তিগত ৯৭ রানে ফিরেছেন সাজঘরে। অবশ্য এই স্কোরই শাহরিয়ারকে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে ফেরার রাস্তাটা মসৃণ করে দিয়েছে। জিম্বাবুয়ে 'এ'র বিপক্ষে শাহরিয়ারের ব্যাটিং দৃঢ়তায় ২৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ 'এ'। জবাবে সফরকারী দল ব্যাটিং বিপর্যয়ে পরে ৬ উইকেটে ৯১ রান তুলে দিন পার করেছে।
বিনা উইকেটে ৮৮ রান নিয়ে খেলতে নামেন দুই ওপেনার শাহরিয়ার ও সাদমান ইসলাম। কাল আরও ৬৭ রান যোগ করে বিচ্ছিন্ন হন। ১৫৫ রানে শাহরিয়ারের বিদায়ের পর ধ্বসে যায় স্বাগতিকদের ইনিংস। শেষ ৯ উইকেট হারায় ১০৩ রানে। এরমধ্যে শেষ ৬ উইকেটের পতন হয় ৩৫ রানে। শাহরিয়ার ৯৭ রান করেন ১৭৬ বলে ১০ চারে। আরেক ওপেনার সাদমান ইসলাম ৬০ রানের ইনিংস খেলেন ১৪০ বলে। সফরকারীদের পক্ষে অধিনায়ক ভুসিমুজি সিবান্ধা ৫ উইকেট ৫৫ রানে। জবাবে লেগ স্পিনার জুবায়ের রহমানের ঘূর্ণিতে ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বসে। জুবায়ের ৪০ রানে নেন ৬ উইকেট।