জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আজ তার গায়ে হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হবে। রাজধানীর বিমানবাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন ।
বিয়ের দিনক্ষণ নিয়ে মুশফিকের বাবা বলেন, ‘বুধবার [আজ] গায়ে হলুদ হবে। পরদিন বিয়ে। ছেলের বউকে ঘরে তুলব। বেইলি রোডের অফিসার্স ক্লাবে বিয়ে হবে। একদিন পর ২৭ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে মাহমুদউল্লাহ রিয়াদের শালিকাকে আংটি পরিয়েছিলেন মুশফিকুর রহিম। পাত্রী জান্নাতুল কাফিয়েত মন্ডি। প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন তিনি।