চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিপারটিভো করুনার পরে এলেচের বিরুদ্ধেও গোল পেয়েছেন সিআর সেভেন খ্যাত এ তারকা। এলচের বিরুদ্ধে চার গোল করেন রোনালদো। দলের প্রধান এ অস্ত্রের বিধ্বংসী ফর্ম দেখে মোহিত কোচ কার্লো অ্যালসেলোত্তি। রোনালদোর এমন ফর্মের রহস্য কী ?
এ বিষয়ে রিয়ালের কোচ অ্যালসেলোত্তি বলেন, ‘ তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে পুরোপুরি চোট মুক্ত হয়েছেন রোনালদো। মূলত বিশ্রামের জন্যই নিজের ছন্দে ফিরেছেন তিনি। ’
একইসঙ্গে তিনি বলেন, ‘ বর্তমানে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন রোনালদো। পাশাপাশি খোশমেজাজে আছেন। তাই প্রতিটি ম্যাচে গোল পাচ্ছেন। দলকে জেতাতে সাহায্য করছেন তিনি।’ পরের ম্যাচগুলোতেও রোনালদো গোল পাবেন বলে মনে করেন কোচ। উল্লেখ্য, লা লিগার আটটি ম্যাচে ১২ গোল করেছেন তিনি।