লিগ কাপের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে হারিয়েছে সাউদাম্পটন। এ হারের ফলে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের। ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন বার্সেলোনা থেকে আর্সেনালে যোগ দেওয়া অ্যালেক্সিজ সানচেজ। চিলির এ তারকা ফুটবলার ২৫ গজ দূর থেকে শট নিয়ে গোলটি করেন।
তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ২০ মিনিটে আর্সেনালের ডিফেন্স থেকে প্রতিপক্ষের খেলোয়াড়কে অবৈধ বাধা দিলে পেনাল্টি পায় অতিথিরা। আর এ সুযোগের সদ্ব্যবহার করেছেন দুসান তাদিক। তার গোলেই সমতায় ফিরে সাউদাম্পটন। ম্যাচের ৪০ মিনিটে দলকে এগিয়ে নেন সাউদাম্পটনের নাথানেইল ক্লাইন। স্বাগতিকদের অবাক করে দিয়ে ৩৫ গজ দূর থেকে শট নিয়ে গোল করেন তিনি।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-১ এ পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। আর ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ২-১ গোলের পরাজয়ে ক্যাপিটাল কাপের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের।