এবারও উপেক্ষিত থেকে গেলেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজ। আগামী মাসে ব্রাজিল ও হংকংয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ঘোষিত ১৯ জনের দলে জায়গা হয়নি তেভেজের।
১৬ জুলাই ২০১১, উরুগুয়ের বিপক্ষে শেষ বার জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছিলেন তেভেজ। তারপর জাতীয় দল থেকে ব্রাত্যই রয়ে গেলেন আর্জেন্টিনার এ ফুটবলার। বিশ্বকাপে তেভেজকে না নেওয়ার ঝড় উঠে ছিল। কিন্ত তৎকালীন কোচ সাবেলা সেই সমালোচনায় কান দেননি। বিশ্বকাপের স্কোয়াডে রাখেননি তেভেজকে। আর্জেন্টিনার নতুন কোচও ব্রাজিল ও হংকংয়ের বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচে ঘোষিত ১৯ সদস্যের দলে বাইরে রেখেছেন তেভেজকে। উল্লেখ্য, ১০ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা।