হ্যামস্ট্রিং চোটের কারণে ক্রিস গেইলকে বাদ দিয়েই ভারত সফরের জন্য ১৫ জনের ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। আগামী ৮ অক্টোবর কোচিতে প্রথম ম্যাচ খেলবেন ডোয়েন ব্র্যাভোরা। গেইল না থাকায় স্বভাবতই কিছুটা বেকায়দায় পড়ল ক্যারিবিয়ান দল। দলে রয়েছেন মার্লন স্যামুয়েলস, ডোয়েন স্মিথ এবং জেরম টেলরের মতো সিনিয়ররা। আগের বার ভারত সফরে এসে ভরাডুবি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। এবার যাতে সেটা না হয়, তার জন্য বদ্ধপরিকর ক্যারিবিয়ান কোচ রিচি রিচার্ডসন।
দল থেকে বাদ পড়েছেন ওপেনার কার্ক এডওয়ার্ডস এবং বাঁ-হাতি স্পিনার নিকিতা মিলারক। গেইল খেলতে না পারলেও দীর্ঘ চার বছর পর আবার দলে ফিরে এসেছেন পেসার জেরম টেলর।
ওয়েস্ট ইন্ডিজ: ডোয়েন ব্র্যাভো (অধিনায়ক), ড্যারেন ব্র্যাভো, জেসন হোল্ডার, লিওন জনসন, সুনীল নারিন, কায়রন পোলার্ড, দীনেশ রামদিন, রবি রামপল, কেমার রোচ, অ্যান্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, মার্লন স্যামুয়েলস. লেন্ডল সিমন্স, ডোয়েন স্মিথ, জেরম টেলর।