দীর্ঘ ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তার সমসাময়িক অনেকেই আজ ক্রিকেটের বাইশ গজকে বিদায় জানিয়েছেন। কিন্তু দিব্য খেলে যাচ্ছেন পাকিস্তান অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।
সম্প্রতি পাক ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। তাই দিতে হল বিশাল অঙ্কের জরিমানা। আফ্রিদির মাসিক বেতনের ২৫ শতাংশ কেটে নিয়েছে পিসিবি। আফ্রিদির পাশাপাশি ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেননি উমর আকমল সহ আরও প্রায় দশ ক্রিকেটার। ফিটনেসের ব্যাপারে পাক বোর্ড কঠোর পদক্ষেপ নিয়েছে বটে, তবে পরীক্ষায় পাশ করলে পুরস্কারও মিলছে ক্রিকেটারদের। মিসবা-উল হকের মতো সিনিয়র প্লেয়ারও সেই পুরস্কার পেয়েছেন।