শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর পর এবার ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফুটবল দলের মালিক হলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এফসি গোয়া নামে দলের মালিক হলেন তিনি।
গতকাল নিজেই এ ঘোষণা দেন ২৫ বছর বয়সী কোহলি।
গতকাল মুম্বাইয়ে দলের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে কোহলি বলেন, ‘আমি ফুটবল খেলা ভালোবাসি। আমি চাই ভারতীয় ফুটবলের উন্নতি হোক। আর তা হবার পথে আইএসএল ভালো উপায়। আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে ভারতের লোকাল খেলোয়াড়রা খেলার সুযোগ পাবে। ফলে এই টুর্নামেন্ট থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারবে।’
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ১৪/সালাহ উদ্দীন