আগামী ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত ইংল্যান্ডের ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন অ্যালিস্টার কুক। ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর ব্যর্থতার পরও শ্রীলঙ্কার বিরুদ্ধে নভেম্বরে এক দিনের সিরিজে ইংল্যান্ডের অধিনায়কত্ব করবেন অ্যালিস্টার কুক। একথা জানিয়েছেন নির্বাচক জেমস হোয়টেকার।
সম্প্রতি ব্যর্থতার পরে কুকের বিরুদ্ধে চারিদিকে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এই সমালোচনা স্বত্ত্বেও অধিনায়ক না বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের নির্বাচকরা।
উল্লেখ্য, এখনও পর্যন্ত ৬৩ ম্যাচে ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করেছেন কুক। তাঁর রেকর্ড খুব একটা খারাপ নয় ৷সেই কারণেই কুককে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ইংল্যান্ড দল:
অলিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, রবি বোপরা, জোস বাটলার, স্টিভেন ফিন, হ্যারি গার্নে, অ্যালেক্স হেলস, ক্রিস জরদান, ইয়ন মরগান, জোয়ে রুট, বেন স্টোকস, জেমস টেইলর, জেমস ট্রেডওয়েল ও ক্রিস ওয়েক।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ১৪/ মাহবুব