ক্রিকেট ভেন্যুর উইকেট তৈরি করতে গিয়েও নাকি মহাগ্যাঞ্জাম পাকিয়েছিল কোরিয়ানরা। পিচ বরাবরা মাঠের একপ্রান্ত থেকে আরেক প্রান্তের ঘাস তুলে ফেলা হয়েছিল। পরে বাংলাদেশি এক কিউরেটরের সহায়তায় পাকিস্তান থেকে মাটি নিয়ে গিয়ে তৈরি করা হয়।
কোরিয়ানরা যে ক্রিকেট একেবারেই বোঝে না হিয়ংহি ক্রিকেট গ্রাউন্ডে গিয়েই চোখে পড়ল। ইলেক্ট্রনিক স্কোর বোর্ডটা ঠিক প্রেসবক্সের পাশে। সাধারণত কোনো ক্রিকেট গ্রাউন্ডে স্কোর বোর্ড থাকে প্রেসবক্সের ঠিক উল্টো দিকে। যাতে স্কোর দেখতে মিডিয়া কর্মীদের সমস্যা না হয়। কিন্তু হিয়ংহি ক্রিকেট গ্রাউন্ডে স্কোর দেখতে বার বার আসন থেকে উঠতে হচ্ছিল। তারপরেও বিরক্ত লাগেনি একটুও। কাল প্রথম ম্যাচেই বাংলাদেশের মেয়েরা যেভাবে ‘বীরত্ব’ দেখালেন...। রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছিলেন বোলাররা। নেপালকে তারা গুঁড়িয়ে দিয়েছেন মাত্র ২৬ রানে। এশিয়ান গেমস ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে সালমাবাহিনী প্রথম ম্যাচেই ৮১ রানের স্বপ্নিল এক জয় তুলে নিতে নিয়ে সেমিফাইনালে চলে গেল।
ব্যাটিংয়ে আয়েশা রহমান অপরাজিত হাফ সেঞ্চুরি করেন। তার ৬০ বলে ৫১ রানের হার না মানা ইনিংসে ভর করে ৪ উইকেটে ১০৭ রান করেন বাংলাদেশ। আর বোলিংয়ে সালমা ও রুমানা তিনটি করে উইকেট নিয়ে ভেঙে দেন নেপালের ব্যাটিংয়ের মেরুদণ্ড। কাল মাঠে বাংলাদেশের মেয়েরা নেপালকে ১৫.২ ওভারের মধ্যে অলআউট করে যেন বুঝিয়ে দিলেন ‘তোমরা এখনো আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বি^তা করার পর্যায়ে আসনি।’ বোলিংয়ে অধিনায়ক সালমা ছিলেন ‘অগ্নিমূর্তি’। তিন ওভার বোলিং করে মাত্র এক রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। নিজের পারফরম্যান্স সম্পর্কে দলীয় অধিনায়ক বলেন, ‘আমাদের বোলিং ভালোই। তবে এই ম্যাচে আমরা আরও ভালো করার চেষ্টা করেছি। স্লো উইকেট, আমাদের সব প্রচেষ্টা সফল হয়েছে। তাই বোলিংটা ভালো হয়েছে।’ রুমানা আহমেদও ২.২ ওভার বোলিং করে চার রানে নিয়েছেন তিন উইকেট। নেপালের বাকি চার উইকেট সমানভাবে ভাগ করে নিয়েছেন জাহানারা আলম ও ফাহিমা খাতুন।
আগের দিন প্রাকটিসের সময়ই অধিনায়ক সালমা খাতুন বলেছিলেন, তারা স্বর্ণ জয়ের জন্যই কোরিয়ায় এসেছেন। তারা যে জয়ের জন্য ক্ষুধার্ত, সেকথা ইঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন। তাই বলে নেপালকে এভাবে উড়িয়ে দেবে তা কে জানতো! প্রথম ম্যাচের বিশাল এই জয়ের পর ওপেনার শুকতারা জানালেন, ‘শুধু নেপাল কেন, যে কোনো দলকেই হারানো সম্ভব। তাছাড়া আমরা নেপালকে চিন্তা করে খেলিনি। আমরা তাদেরকে অন্য যেকোনো প্রতিপক্ষের মতোই ভেবে খেলেছি। নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি।’ আজই শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে রুপা। এমন ব্যাটিং করে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পাওয়া সম্ভব কিনা? এমন প্রশ্নে শুকতারা বলেন, ‘উইকেট অনেক লো। ব্যাটিং করা অনেক কষ্টকর। আমার মনে হয়, সবাই যদি ডাউন হয়ে খেলি সহজভাবে খেলা যাবে। উইকেটে বেশি ঘাস নেই। বল সোজা সোজা আসছে। সেজন্য বাউন্ডারিও হচ্ছিল না। তবে আমি মনে করি, নেপালের বিরুদ্ধে ১১০ থেকে ১২০ রান করতে পারলেই সেটা লড়াকু স্কোর।’
শিরোনাম
- জমি নিয়ে বিরোধে শিশুকে নির্যাতনের অভিযোগ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ
- কানাডায় হামের প্রাদুর্ভাব
- সিরাজগঞ্জে হামলায় বৈষম্যবিরোধীর ৩ প্রতিনিধি আহত
- তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কবে জানাল আবহাওয়া অফিস
- পাকিস্তানের ঋণ সহায়তা আজ পর্যালোচনা করবে আইএমএফ
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
নেপালকে গুঁড়িয়ে সেমিতে বাংলাদেশ
আজ সালমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম