জাদুর বাক্স পেয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মন্ত্র উচ্চারণ করছেন আর একের পর এক গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। একই সপ্তাহে দুইটা হ্যাটট্রিক করলেন এ পর্তুগিজ তারকা। মঙ্গলবার লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫-১ গোলে হারিয়েছে এল্চেকে। এর মধ্যে চারটা গোলই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার দিপোর্তিভোর বিপক্ষে করেছিলেন তিন গোল। চলতি মৌসুমে সবমিলিয়ে ৮ ম্যাচে ১২ গোল করলেন রিয়াল মাদ্রিদের এ গোল মেশিন।
ইনজুরি আর ফর্মহীন রোনালদোকে নিয়ে কতরকম সমালোচনা হয়েছে। অনেকেই বলছিলেন, রোনালদো তার সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন। কিন্তু পর্তুগিজ এ তারকা প্রমাণ দিলেন, সেরা সময়টা কেবল সামনে আসছে। ২৯ বছর বয়সী রোনালদো চলতি মৌসুমে যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে এক মৌসুমে মেসির সর্বোচ্চ গোল (৭৩টি) করার রেকর্ডটা ভেঙে দিতে পারেন। রোনালদোর এই জ্বলে উঠার রহস্য কি? রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তি বলছেন, ‘এটা স্পষ্ট হয়ে গেছে যে তার কিছুটা সময় প্রয়োজন ছিল। যাতে সে নিজেকে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে নিতে পারে। বিশ্রাম তাকে ফিজিক্যালি পূর্ণ ফিট করে তুলেছে।’ কয়েকটা ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়ার ফসল পাচ্ছেন আনসেলত্তি। চলতি মৌসুমে মেসি যেখানে ৫ ম্যাচে করেছেন মাত্র ৩ গোল সেখানে রোনালদো করেছেন ৮ ম্যাচে ১২ গোল! এই ব্যবধান দূর করা মেসির পক্ষে সম্ভব হবে কিনা তা ভবিষ্যতই বলতে পারে। মঙ্গলবার এল্চের বিপক্ষে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ ফেবারিট হিসেবেই। তবে ১৫ মিনিটে ইদু আলবাকারের গোলে এগিয়ে গিয়েছিল এল্চে। এরপরই শুরু হয় রিয়াল মাদ্রিদের গোল বর্ষণ। বেলে ২০ মিনিটে দলকে সমতায় ফেরান। রোনালদো গোল করেন ২৮, ৩২, ৮০ ও ৯০ মিনিটে। সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের ৫-১ গোলের বিশাল জয় উপহার দেন রোনালদোরা। এই নিয়ে রিয়ালের জার্সিতে ২৫তম হ্যাটট্রিক করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসরা ৫ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ ৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে ছয় নম্বরে অবস্থান করছে। ভ্যালেন্সিয়া ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও সেভিয়া সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে।
এদিকে মঙ্গলবার ২-১ গোলে দিপোর্তিভো লা করোনাকে ২-১ গোলে হারিয়েছে সেল্টা ভিগো।
এ জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চমে অবস্থান করছে সেল্টা ভিগো।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
অপ্রতিরোধ্য রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর