জার্মান বুন্দেস লিগায় শীর্ষে উঠে এল পেপ গার্ডিওলার বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার প্যাডারবর্নকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এ জয়ে বুন্দেস লিগার বর্তমান চ্যাম্পিয়নরা ৫ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে উঠে এল। বায়ার্ন মিউনিখের পক্ষে মঙ্গলবার দুটি গোল করেছেন মারিও গোটসে। এছাড়া লিওয়ান্দোভস্কি ও থমাস মুলার একটি করে গোল করেছেন। মঙ্গলবার জয় পেয়েছে শালকে জিরোফোরও। তারা ৩-০ গোলে হারিয়েছে ওয়ের্ডার ব্রেমেনকে। ২-২ গোলে ড্র করেছে ফ্র্যাঙ্কফুর্ট-মেইঞ্জ। এছাড়া হফেনহেইম-ফ্রেইবার্গ ৩-৩ গোলে ড্র করেছে। এ ড্রয়ের পরও ৫ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে হফেনহেইম। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মেইঞ্জ। চার নম্বরে আছে প্যাডারবর্ন।