লা লিগায় টানা চার ম্যাচ জয়ের পর এবার অপেক্ষাকৃত দুর্বল দল মালাগার বিপক্ষে হেরে গেল স্প্যানিস জায়ান্ট বার্সেলোনা। মালাগার মাঠে অতিথি হিসেবে খেলতে নেমে কোনো গোলের দেখা পায়নি লুইস এনরিকের ছাত্ররা। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।
ম্যাচের ৪৩ মিনিটে জরদি আলবার একটি ক্রস থেকে ধরার আগেই মেসিকে ক্রস করে বল। এ সুযোগটি নষ্ট হলে প্রথমার্ধে কোনো গোলের দেখা মেলেনি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় কাতালানরা।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ালেও স্বাগতিক মালাগার রক্ষণে চিড় ধড়াতে পারেন নি মেসি-নেইমার। ফলে কোনো গোল না পেয়ে ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বার্সাকে।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ১৪/ রশিদা