বুধবার মালাগার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ঘরের মাঠে খেলা। তাই বার্সাকে বগলে পুরে খেলতে চেষ্টা করে মালাগা। প্রথমার্ধ গোলবিহীন কেটে গেলেও দ্বিতীয়ার্ধে গিয়ে আক্রমনের ধার বাড়ায় বার্সা। আর মালাগা বার্সেলোনার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে খেলোয়াড়দের মধ্যেও। এ সময় মালাগার খেলোয়াড় ওয়েলিংটন টুঁটি চেপে ধরেন মেসির। শুধু চেপে ধরেই ক্ষান্ত হননি তিনি, মেসিকে টুঁটি চেপে ধরেই মাটিতে ফেলে দেন ধাক্কা দিয়ে। ডি বক্সের মধ্যে এমন ঘটনায় সবাই লাল কার্ড ও পেনাল্টি আশা করলেও সবাইকে অবাক করে দিয়ে রেফারি হলুদ কার্ড দিয়ে ওয়েলিংটনকে সতর্ক করে দেন।
ভিডিওটি দেখতে ক্লিক করুন:http://www.youtube.com/watch?v=Rx9mRDa98sQ
এই ম্যাচে নেইমার ও মেসির খেলা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামেন উভয় তারকাই। নেইমারকে একটা সময় কোচ তুলে নিলেও মেসি খেলেন ম্যাচের শেষ পর্যন্ত। ঘরের মাঠে মালাগা প্রতিপক্ষ বার্সেলোনাকে অনেকটা বোতলবন্দি করে খেলার চেষ্টা করে। সে চেষ্টায় তারা সফলও হয়। সমর্থ হয় দারুণ ফর্মে থাকা বার্সেলোনার বিপক্ষে গোলশূন্য ড্র করতে। তবে ওয়েলিংটনের আচরণ আর তার জবাবে রেফারির সিদ্ধান্ত মাঠভর্তি দর্শককে হতবাকই করেনি, মেসিভক্তদের করেছে আহত।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৪/আহমেদ