শ্রীলঙ্কার সাবেক তারকা ব্যাটসম্যান মার্ভান আতাপাত্তুকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কার বোর্ড। ব্রিটিশ কোচ পল ফারব্রেস দায়িত্ব ছাড়ার পর থেকেই আতাপাত্তুই দলের কোচিং করাচ্ছিলেন।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের রয় ডায়াসের পর আবারও কোন দেশের ক্রিকেটারকেই জাতীয় দলের দায়িত্ব দিল শ্রীলঙ্কা ক্রিকেট। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুট জোড়া গুটিয়ে রেখেছিলেন ৯০টি টেস্ট খেলা এই ক্রিকেটার। ৫৫২০ রান রয়েছে তাঁর ঝুলিতে। ছ’টি ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি্ ২০১২ সালে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন আতাপাত্তু। তারপর থেকেই লঙ্কা বাহিনীর সহকারি কোচ হিসাবেই ছিলেন ৪৩ বছর বয়সী আতাপাত্তু।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব