ক্যাপিটাল ওয়ান কাপে বোল্টোন ওয়ান্ডারার্সকে ২-১ পরাজিত করেছে চেলসি৷ গতকাল বুধবার চেলসির হয়ে গোল দুটি করেন কার্ট জৌমা ও অস্কার৷
এদিন ম্যাচের ২৫ মিনিটে চেলসির হয়ে লোইক রেমির বানানো বলে গোল করেন ক্রট জৌমা। এর ছয় মিনিট পরে ম্যাচের ৩১ মিনিটে লিয়াম ফেনির ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান বোল্টনের ম্যাথিউ মিলস।
প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় চেলসি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে ব্রাজিলিয়ান তারকা অস্কারের গোলে লিড নেয় চেলসি। ম্যাচের বাকি সময়ে দু'দল আর কোন গোল করতে না পারায় ২-১ জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
এর আগে, প্রিমিয়র লিগে শেষ দু’ম্যাচে শাল্কে ও ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ১-১ ড্র করে মোরিনহোর শীর্ষরা। তাই মোরিনহোর দলের জন্য এই জয় খুবই দরকার ছিল। তবে শেষ দু’ম্যাচে ড্র করেও প্রিমিয়র লিগে শীর্ষেই রয়েছে চেলসি। পাঁচ ম্যাচে খেলে তাদের সংগ্রহে ১৩। সমান সংখ্যাক ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে সাউদ্যাম্পটন।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৪/মাহবুব