নেইমারের প্রশংসা করলেন ব্রাজিল দলের নতুন কোচ দুঙ্গা। তিনি জানান, নেইমার তাকে সাবেক স্ট্রাইকার রোমারিওর কথা মনে করিয়ে দেয়। আর তরুণ এই তারকা বিশ্বফুটবলের জন্য এক আদর্শের নাম।
দুঙ্গা জানান, ২২ বছরের এই তারকার সঙ্গে বেশ মিল রয়েছে সাবেক বার্সা ও সেলেকাও তারকা রোমারিওর। আর নেইমারের খেলায় কিছু ভিন্নতা রয়েছে যা রোমারিওর মাঝেও ছিল।
দুঙ্গা বলেন, ‘নেইমার কৌশলগত ভাবে অসাধারণ ফুটবলার। আর সে ব্রাজিল ও বিশ্বফুটবলের জন্য আদর্শ। সে খেলা উপভোগ করে আর ম্যাচ জয় করতে চায়। আর সে খেলায় চ্যালেঞ্জ নিতেও পছন্দ করে। তার সঙ্গে রোমারিওর দারূণ মিল পাওয়া যায়।’
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ১৪/সালাহ উদ্দীন