মিনহাজুল আবেদীন নান্নুর জন্মদিন ছিল কাল। এক সময়কার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক এখন নির্বাচক প্যানেলের সদস্য। কাল সাবেক ক্রিকেটার জন্মদিনটা পালন করেছেন বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটারদের সঙ্গে। স্বাগতিক দল ১১৮ রানের বড় ব্যবধানে সফরকারী জিম্বাবুয়ে 'এ'কে হারিয়ে লংগার ভার্সান ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে।
চার দিনের ম্যাচ। কিন্তু প্রথম তিন দিন কোনো না কোনো সময় বাধাগ্রস্ত হয়েছে বৃষ্টিতে। কাল বৃষ্টির আশঙ্কা ছিল। তবে স্বাগতিক এ দলের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বাঁ হাতি স্পিনার সাকলাইন সজিব একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। প্রথম ম্যাচের নায়ক সাকলাইন দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে নিয়েছেন ৫ উইকেট। সব মিলিয়ে দুই ম্যাচে তার উইকেট ২১টি! এই ম্যাচে আরেক সফল বোলার লেগ স্পিনার জুবায়ের রহমান লিখন। দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছেন ৭টি। সাকলাইনের ঘূর্ণিতে কাল দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে 'এ' ৬৩.৫ ওভারে ১৮০ রানে অলআউট হয়। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন ব্রায়ান চারি। এছাড়া ৩৫ রান করেন জেলর্ড গাম্বি। ওপেনার টিনো মাওয়ো করের ২৯ রান। আগের দিনের ৫ উইকেটে ১০৮ রান নিয়ে খেলতে নেমে স্বাগতিক 'এ' কাল আরও ৬৪ রান যোগ করে স্কোর বোর্ডে। ৬ উইকেটে ১৭২ রান তুলে টার্গেট ছুড়ে দেয় ২৯৯ রানের। ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাঈম ইসলাম ৫০ রান করেই ইনিংস ঘোষণা করেন।
দুটি চার দিনের ম্যাচেই প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ 'এ'। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৮ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
সামনে আসছে জিম্বাবুয়ে জাতীয় দল। দীর্ঘদিন ধরে পরাজয়েরবৃত্তে আটকে আছেন মুশফিকরা। 'এ' দলের এ জয় জাতীয় দলকে অনুপ্রেরণা যোগাবে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ 'এ': প্রথম ইনিংস, ২৫৮/১০, ৯৬ ওভার (সাদমান ইসলাম ৬০, শাহরিয়ার নাফিস ৯৭। ভুসিমুজি সিবান্ধা ৫/৫৫) ও দ্বিতীয় ইনিংস, ১৭২/৬, ৬৭.৫ ওভার, ডি. ( সাদমান ইসলাম ১৮, মার্শাল আইয়ুব ৫৩, রকিবুল হাসান ২১, নাঈম ইসলাম ৫০*, কামরুল ইসলাম রাবি্ব ১৭*। তাওরাই মুঝারাবানি ২/৩৭)।
জিম্বাবুয়ে 'এ': ১৩২/১০, ৩৯.৫ ওভার (ভারমুলেন ৩১, চারি ৪৭, মুঝারাবানি ২৭। শাহাদাত হোসেন রাজিব ৪/৩৩, জুবায়ের হোসেন লিখন ৪/৪৯) ও দ্বিতীয় ইনিংস, ১৮০/১০, ৬৩.৫ ওভার ( টিনো মাওয়ো ২৯, ব্রায়ানা চারি ৭৪, জেলর্ড গাম্বি ৩৫। সাকলাইন সজিব ৫/৭৫, জুবায়ের হোসেন লিখন ৩/৭১)।