কাল ইনচেন এশিয়ান গেমস দলের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফটোসেশনের পর বিসিবি সভাপতি মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবালদের সঙ্গে কথা বলে উৎসাহিত করেন। অভিনন্দন জানান মহিলা ক্রিকেট দলকে ফাইনালে ওঠায়। এরপর মিডিয়ার মুখোমুখিতে বলেন, জিম্বাবুয়ে সিরিজেই দুই অধিনায়কের মনোনয়ন দেবে বিসিবি। তবে ২০১৫ সালের বিশ্বকাপের পর দুই অধিনায়কের পথে স্থায়ীভাবে হাঁটবে বাংলাদেশের ক্রিকেট, এমনই জানিয়েছেন। আগামী মঙ্গলবার বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হবে।
গুয়াংজু এশিয়াডে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এবার ইনচেনে সেটা নিজেদেরই করে রাখতে চায়। তাই মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া শক্তিশালী দল পাঠাচ্ছে বাংলাদেশ। দলটির স্বর্ণ জয়ের সামর্থ্য রয়েছে বলে বিশ্বাস করেন বিসিবি সভাপতি, 'ফাইনালে ওঠায় প্রথমেই মহিলা ক্রিকেটারদের অভিনন্দন জানাই। একটি পদক নিশ্চিত হয়েছে। আশা করি পাকিস্তানকে হারিয়ে স্বর্ণ জেতা সম্ভব। গতবার ছেলেদের বিভাগে স্বর্ণ জিতেছিলাম। এবারও শক্তিশালী দল পাঠিয়েছি। শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকার পরও স্বর্ণ জেতার ক্ষমতা রয়েছে আমাদের দলের। আমি মনে করি স্বর্ণ জেতা উচিত আমাদের।' গত ৯ মাস ধরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। সেখান থেকে কোনোভাবেই বের হতে পারছে না দল। বিসিবি এই করুণ অবস্থা থেকে বেরোনোর জন্য টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে আলাদা অধিনায়কের মনোনয়ন দিতে চাইছে। আগামী মঙ্গলবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হবে বলে জানান বিসিবি সভাপতি, 'ইনচেনে মুশফিক না থাকায় মাশরাফির ওপর আস্থা রাখতে হচ্ছে। এটা সত্যি, আমরা টেস্ট ও ওয়ানডেতে আলাদা অধিনায়কের কথা ভাবছি। আগামী মঙ্গলবার বিসিবির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পারফরম্যান্সও মূল্যায়ন করা হবে।' বিসিবি যদি দুই অধিনায়কের মনোনয়ন দেয়, তাহলে টেস্টে মুশফিক এবং ওয়ানডেতে মাশরাফির সম্ভাবনাই উজ্জ্বল। কাল তেমনই বলেন বিসিবি সভাপতি, 'অধিনায়কের তালিকায় মাশরাফি রয়েছেন। তামিম, সাকিবও রয়েছেন। ওদের থেকেই হবে। আমার কোনো অপশন নেই। বোর্ড সভায় সবার কথা শোনার পরই বিষয়টি চূড়ান্ত হবে।' যদিও সাকিব ও তামিমের কথা আলোচনায় ওঠে এসেছে। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে মাশরাফির সম্ভাবনাই বেশি।