লা লিগায় মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছিল বার্সেলোনা। একের পর এক জয়ে এগিয়ে চলছিল শিরোপা জয়ের পথে। দুর্ভেধ্য রক্ষণভাগ গড়ে তুলেছিলেন লুইস এনরিক। আক্রমণভাগেও দিয়েছিলেন শান। সবমিলিয়ে সবগুলো বিভাগেই দারুণ করছিল বার্সেলোনা। তবে কাতালানদের মসৃণ পথ চলায় বাধ সাধল মালাগা। গত বুধবার লা লিগার ম্যাচে বার্সেলোনাকে নিজেদের মাঠে রুখে দিয়েছে মালাগা। গোল শূন্য ড্র করে দুই পয়েন্ট হারিয়েই বাড়ি ফিরেছেন লিওনেল মেসিরা। এ ড্রয়ের পরও অবশ্য শীর্ষেই আছে বার্সেলোনা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে কাতালানরা। এদিকে বুধবার লিগায় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং সেভিয়া। আলমেরিয়াকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দলের পক্ষে একমাত্র গোলটা করেছেন মিরান্ডা। এ জয়ে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে উঠে এল অ্যাটলেটিকো মাদ্রিদ। সেভিয়া বুধবার ১-০ গোলে হারিয়েছে রিয়াল সুসিদাদকে। এ জয়ে সেভিয়া বার্সেলোনার সমান ১৩ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চমে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারাল। তবে নিজেদের গোলবার অক্ষত রেখেছে এবারেও। এই নিয়ে টানা ছয় ম্যাচে নিজেদের গোলবার অক্ষত রাখল কাতালানরা।