এতদিন অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন। তার পারফরম্যান্সের যাচাই-বাছাই করে ক্রিকেট শ্রীলঙ্কা (সিএল) আগামী দুই বছরের জন্য পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মারভান আতাপাত্তুকে। শ্রীলঙ্কান ক্রিকেটের সাবেক অধিনায়ক আতাপাত্তু দীর্ঘ ১৫ বছর পর দেশটির মূল কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ১৯৯৯ সালে শ্রীলঙ্কার কোচ ছিলেন রয় ডায়াস। ২০১১ সালে প্রথমে ব্যাটিং কোচ হন আতাপাত্তু। ২০১৩ সালে ছিলেন দলের সহকারী কোচ। গত এপ্রিলে পল ফারব্রেসের বিদায়ের পর অন্তর্বর্তী কোচের দায়িত্ব পান জুনে। তার কোচিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে দ্বীপরাষ্ট্র। দক্ষিণ আফ্র্রিকার বিপক্ষে হারলেও পাকিস্তানকে হারায় দুই ফরম্যাটেই। মূল কোচ হিসেবে আতাপাত্তুর প্রথম অ্যাসাইনমেন্ট ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজ।