টেনিস তারকা অ্যানা ইভানোভিচ সদ্য টোকিওয়ে প্যান প্যাসিফিক ওপেন জিতেছেন। এখন সামনে অনেকদিন কোনও খেলা নেই৷ তাই পরিবারের সঙ্গেই আপাতত ছুটি কাটাতে ব্যস্ত তিনি।
মাঝেমধ্যে ফেসবুক-ট্যুইটারে ছবি আপলোড করতেও ভুলছেন না বিশ্বের প্রাক্তন এক নম্বর৷ কখনও নিজের শহরে আবার কখনও বা বাড়ির সুইমিং পুলে সুন্দরী ইভার ছবি দেখার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে অধীর অপেক্ষায় বসে রয়েছেন তাঁর ভক্তরা৷ একটা ছবি পোস্ট হলেও ‘লাইকস’ এবং ‘কমেন্টস’-এর এখন ছড়াছড়ি!
বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৪/এ্যানি