২৯ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু কাপ ফুটবলের পর্দা উঠছে। আগে বার বার ঘোষণা দেওয়ার পরও বঙ্গবন্ধু কাপ মাঠে নামেনি। তাই সংশয় ছিল আদৌ বঙ্গবন্ধু কাপ হবে কিনা? লোগো উন্মোচন হওয়ার পর আসর ঘিরে আর কোনো বাধা থাকার কথা নয়। তবে চলমান দেশের উত্তপ্ত পরিস্থিতিতে আসর সুষ্ঠু বা শান্তিপূর্ণ হবে কিনা এ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এ নিয়ে কোনো শঙ্কা নেই। উপযুক্ত ফান্ডের অভাবে দীর্ঘ ১৬ বছর বাংলাদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে পারেনি। এবার কিন্তু বঙ্গবন্ধু কাপে প্রচুর অর্থ মিলছে। চ্যানেল নাইন আসরের মূল স্পন্সর। এছাড়া কো-স্পন্সর হিসেবে বেশ কিছু বেসরকারি ব্যাংকও এগিয়ে এসেছে। আরও সাড়া পাওয়া যাবে বাফুফে থেকেই জানানো হয়েছে। বঙ্গবন্ধু কাপে স্পন্সরে কত টাকা পাওয়া যাচ্ছে তা স্পষ্ট নয়।
বাফুফে অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো তথ্যই দিতে পারেনি সাংবাদিকদের কাছে। তবে বঙ্গবন্ধু কাপ বলে এর পরিমাণ যে বিশাল হবে তা নিশ্চিতই বলা যায়। কারণ জাতির জনকের নামকরণে টুর্নামেন্ট বলে চ্যানেল নাইনের মতো অনেক প্রতিষ্ঠানই এগিয়ে আসবে। সুতরাং এই অর্থ আসরের কোথায় এবং কিভাবে খরচ হবে তা জানানোর প্রয়োজন রয়েছে। কেননা এখানে গোপনীয়তার কিছু নেই। নীরব থাকলে ক্রীড়ামোদীদের মধ্যে নানা রকমের সন্দেহ সৃষ্টি হবে। বিস্ময় হলেও সত্যি যে পেশাদার লিগে মোটা অঙ্কের স্পন্সর মিললেও কখনো জানানো হয়নি এত টাকা কীভাবে খরচ হচ্ছে। এর আগেও দু’বার বঙ্গবন্ধু কাপ অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের মধ্যে তখন উৎসাহ -উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। পুরো কমিটির কর্মকর্তারাই আসর স্বার্থক করতে উঠেপড়ে লেগেছিলেন।
এবারে কিন্তু সভাপতি সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ছাড়া কাউকে বঙ্গবন্ধু কাপ নিয়ে কোনো কথা বলতে দেখা যাচ্ছে না। বলা যায়, বাফুফে এখনো নীরব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সালাউদ্দিন, সালাম ও আরিফ খান জয় ছাড়া পরিচিত সংগঠকদের দেখা যায়নি। জয় উপস্থিত ছিলেন উপ-ক্রীড়ামন্ত্রী হিসেবে। কথা হচ্ছে, কেন এই অবস্থা। সালাউদ্দিন কি চান না বঙ্গবন্ধু কাপে অন্যদের জড়াতে। কেউ কেউ আবার বলছেন, যদি ইচ্ছা করে কেউ দূরে সরে থাকেন তাহলে সালাউদ্দিন কি করবেন?
৯৬ ও ৯৯ সালে বঙ্গবন্ধু কাপ উপলক্ষে বাফুফের ভিতর উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল। ২৯ জানুয়ারি শুরু হচ্ছে আসর। অথচ এখনো বাফুফের চেহারা দেখলে বুঝার উপায় নেই এত বড় টুর্নামেন্ট হচ্ছে। এই প্রথম বঙ্গবন্ধু কাপ ঢাকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে। এটা নিঃসন্দেহে ফুটবলের জন্য সুখবর। এর আগে কোনো সময় আন্তর্জাতিক টুর্নামেন্ট ঢাকার বাইরে হয়নি। এখানে বাফুফে কর্মকর্তাদের তৎপরতা আরও বেশি হওয়া উচিত ছিল।
এখানে কোনো সমন্বয়ই দেখা যাচ্ছে না। সিলেটে হবে বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী ম্যাচ। সম্ভবত বাংলাদেশ ও মালয়েশিয়া এ খেলায় লড়বে। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ তাও আবার উদ্বোধনী। এতে কেমন সাড়া পড়বে কেউ কি ভেবে দেখেছেন। প্রীতি ম্যাচেই সিলেটে গ্যালারি ছেড়ে দর্শকরা মাঠে নেমে পড়েছিলেন। এক্ষেত্রে বিশৃঙ্খলাও দেখা দিয়েছিল। টিকিট না পেয়ে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরও হয়েছে। উত্তাপ রাজনীতি, কোথায় কি অঘটন ঘটে বলা মুশকিল। বাফুফে কি এসব চিন্তা-ভাবনা করেই সিলেটে ম্যাচ আয়োজন করছে। অর্থের ছড়াছড়ি তারপরও বঙ্গবন্ধু কাপে কেমন জানি অগোছালো ভাব বা সমন্বয়হীনতা চোখে পড়ছে।
শিরোনাম
- ‘অভিনন্দন লিজেন্ড’— শাহরুখকে এ আর রহমান
- কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা
- ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
- ১২ দিন পর রবিবার খুলছে মাইলস্টোন কলেজ
- এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
- চাঁদপুরে ৩ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
- বাগমারায় শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
- আবারও পদ্মার ভাঙনে দিশেহারা কয়েক হাজার মানুষ
- সন্তানের শেষ মুহূর্তের গল্পে কাঁদলেন ‘জুলাইয়ের মায়েরা’
- পায়ের আঙুল এনে হাতে প্রতিস্থাপন, কুমিল্লার চিকিৎসকদের সাফল্য
- পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে শুল্ক লাগবে না : বিজিএমইএ সভাপতি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে দুই মরদেহ উদ্ধার
- পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
- হেফজখানায় বসুন্ধরা শুভসংঘের কুরআন শরীফ বিতরণ
- এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
- বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি
- গর্ভবতী স্ত্রীর চিকিৎসার টাকার জন্য ভ্যানচালককে খুন
- অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ৫, রেললাইন অবরোধ করে বিক্ষোভ
- নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের উদ্বোধন
- রাঙামাটিতে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের পরিচিতি সভা
২৯ জানুয়ারি শুরু বঙ্গবন্ধু কাপ
তবু নীরব বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর