২৯ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু কাপ ফুটবলের পর্দা উঠছে। আগে বার বার ঘোষণা দেওয়ার পরও বঙ্গবন্ধু কাপ মাঠে নামেনি। তাই সংশয় ছিল আদৌ বঙ্গবন্ধু কাপ হবে কিনা? লোগো উন্মোচন হওয়ার পর আসর ঘিরে আর কোনো বাধা থাকার কথা নয়। তবে চলমান দেশের উত্তপ্ত পরিস্থিতিতে আসর সুষ্ঠু বা শান্তিপূর্ণ হবে কিনা এ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এ নিয়ে কোনো শঙ্কা নেই। উপযুক্ত ফান্ডের অভাবে দীর্ঘ ১৬ বছর বাংলাদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে পারেনি। এবার কিন্তু বঙ্গবন্ধু কাপে প্রচুর অর্থ মিলছে। চ্যানেল নাইন আসরের মূল স্পন্সর। এছাড়া কো-স্পন্সর হিসেবে বেশ কিছু বেসরকারি ব্যাংকও এগিয়ে এসেছে। আরও সাড়া পাওয়া যাবে বাফুফে থেকেই জানানো হয়েছে। বঙ্গবন্ধু কাপে স্পন্সরে কত টাকা পাওয়া যাচ্ছে তা স্পষ্ট নয়।
বাফুফে অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো তথ্যই দিতে পারেনি সাংবাদিকদের কাছে। তবে বঙ্গবন্ধু কাপ বলে এর পরিমাণ যে বিশাল হবে তা নিশ্চিতই বলা যায়। কারণ জাতির জনকের নামকরণে টুর্নামেন্ট বলে চ্যানেল নাইনের মতো অনেক প্রতিষ্ঠানই এগিয়ে আসবে। সুতরাং এই অর্থ আসরের কোথায় এবং কিভাবে খরচ হবে তা জানানোর প্রয়োজন রয়েছে। কেননা এখানে গোপনীয়তার কিছু নেই। নীরব থাকলে ক্রীড়ামোদীদের মধ্যে নানা রকমের সন্দেহ সৃষ্টি হবে। বিস্ময় হলেও সত্যি যে পেশাদার লিগে মোটা অঙ্কের স্পন্সর মিললেও কখনো জানানো হয়নি এত টাকা কীভাবে খরচ হচ্ছে। এর আগেও দু’বার বঙ্গবন্ধু কাপ অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের মধ্যে তখন উৎসাহ -উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। পুরো কমিটির কর্মকর্তারাই আসর স্বার্থক করতে উঠেপড়ে লেগেছিলেন।
এবারে কিন্তু সভাপতি সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ছাড়া কাউকে বঙ্গবন্ধু কাপ নিয়ে কোনো কথা বলতে দেখা যাচ্ছে না। বলা যায়, বাফুফে এখনো নীরব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সালাউদ্দিন, সালাম ও আরিফ খান জয় ছাড়া পরিচিত সংগঠকদের দেখা যায়নি। জয় উপস্থিত ছিলেন উপ-ক্রীড়ামন্ত্রী হিসেবে। কথা হচ্ছে, কেন এই অবস্থা। সালাউদ্দিন কি চান না বঙ্গবন্ধু কাপে অন্যদের জড়াতে। কেউ কেউ আবার বলছেন, যদি ইচ্ছা করে কেউ দূরে সরে থাকেন তাহলে সালাউদ্দিন কি করবেন?
৯৬ ও ৯৯ সালে বঙ্গবন্ধু কাপ উপলক্ষে বাফুফের ভিতর উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল। ২৯ জানুয়ারি শুরু হচ্ছে আসর। অথচ এখনো বাফুফের চেহারা দেখলে বুঝার উপায় নেই এত বড় টুর্নামেন্ট হচ্ছে। এই প্রথম বঙ্গবন্ধু কাপ ঢাকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে। এটা নিঃসন্দেহে ফুটবলের জন্য সুখবর। এর আগে কোনো সময় আন্তর্জাতিক টুর্নামেন্ট ঢাকার বাইরে হয়নি। এখানে বাফুফে কর্মকর্তাদের তৎপরতা আরও বেশি হওয়া উচিত ছিল।
এখানে কোনো সমন্বয়ই দেখা যাচ্ছে না। সিলেটে হবে বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী ম্যাচ। সম্ভবত বাংলাদেশ ও মালয়েশিয়া এ খেলায় লড়বে। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ তাও আবার উদ্বোধনী। এতে কেমন সাড়া পড়বে কেউ কি ভেবে দেখেছেন। প্রীতি ম্যাচেই সিলেটে গ্যালারি ছেড়ে দর্শকরা মাঠে নেমে পড়েছিলেন। এক্ষেত্রে বিশৃঙ্খলাও দেখা দিয়েছিল। টিকিট না পেয়ে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরও হয়েছে। উত্তাপ রাজনীতি, কোথায় কি অঘটন ঘটে বলা মুশকিল। বাফুফে কি এসব চিন্তা-ভাবনা করেই সিলেটে ম্যাচ আয়োজন করছে। অর্থের ছড়াছড়ি তারপরও বঙ্গবন্ধু কাপে কেমন জানি অগোছালো ভাব বা সমন্বয়হীনতা চোখে পড়ছে।
শিরোনাম
- আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না : হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
- ২০২৬ নারী বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা
- শুল্কনীতির প্রভাবে মার্কিন অর্থনীতি সংকুচিত, বাইডেনকে দুষলেন ট্রাম্প
- চুয়াডাঙ্গায় মহান মে দিবস পালিত
- ‘বিএনপি অতীতের সকল সময়ের চেয়ে বেশি শক্তিশালী’
- সোনারগাঁয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
- শ্রম-শ্রমিক এই দুইয়ের উপরেই আজকের আধুনিক সভ্যতা
- শ্রমিকদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছি: দুলু
- চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
- বিশ্বে প্রথমবার দুই রোবটের বক্সিং ম্যাচ
- নোয়াখালীতে গণ অধিকার পরিষদের উদ্যোগে শ্রমিক দিবস পালিত
- বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি: প্রধান উপদেষ্টা
- বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার আয়োজনে ডে লং ট্যুর ও নতুন কমিটি
- শরীর ঠাণ্ডা রাখবে মাটির পাত্রের পানি
- প্রতিদিন ব্রকলি খেলে যেসব উপকার
- চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু
- খাগড়াছড়িতে নানা আয়োজনে মে দিবস পালিত
- গোপালগঞ্জে সেফটি দিবস পালিত
- মানিকগঞ্জে মহান মে দিবস পালিত
- নির্বাচিত সরকার না থাকায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে : রিজভী
২৯ জানুয়ারি শুরু বঙ্গবন্ধু কাপ
তবু নীরব বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর