বয়স ২৩ পেরিয়ে ২৪ ছুঁই, ছুঁই। এর মধ্যেই নিজেকে প্রমাণ করেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। তবে টেস্ট ক্রিকেটে যতটা সফল। ঠিক ততটা নন ওয়ানডে ক্রিকেটে। তারপরও টিম ম্যানেজমেন্টের বাজি মুমিনুল হককে নিয়ে। মুমিনুলও প্রস্তুত বিশ্বকাপের মতো বড় আসরে নিজেকে মেলে ধরতে। সাফল্য পেতে দলের সঙ্গে কঠোর অনুশীলন করছেন বাঁ হাতি ন্যাটা ব্যাটসম্যান। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে সেটাকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর মুমিনুল।
অস্ট্রেলিয়ান কন্ডিশনে মানিয়ে নিতে আপনার ব্যক্তিগত কোনো প্রস্তুতি...
অনুশীলনের উইকেট একটু বাউন্সি করা হয়েছে। চেষ্টা করছি উইকেটের বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে। এছাড়াও বোলিং মেশিনে অনুশীলন করে নিজেকে তৈরি করে নিচ্ছি। নির্দিষ্ট করে বললে বলতে হয় কাট, পুল নিয়ে কাজ করছি।
ছোটখাটো গড়নের অনেক ব্যাটসম্যানদের ভালো করার অনেক ইতিহাস আছে। তাদের কি অনুসরণ করেন?
খেলা দেখলে অনেক কিছু শেখা যায়। ছোটখাটো গড়নের অনেক ব্যাটসম্যান ছিলেন, যাদের অনেকেই ভালো খেলতেন। আমিও সব সময় চেষ্টা করি ভালো খেলার। বিশেষ করে শর্ট বল ভালো খেলতে চেষ্টা থাকে আমার।
আপনি কোন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
দলের প্রয়োজনে আমি সব জায়গায় ব্যাটিং করতে প্রস্তুত। তবে আমার ব্যাটিং অর্ডার নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে তিন নম্বর পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
বিশ্বকাপে সফল হতে কোচ কি আলাদা কাজ করছেন?
কোচ অভিজ্ঞ। তিনি জানেন সেখানকার কন্ডিশনের কথা। ওই কন্ডিশনে রান করতে হলে আপনাকে কাট, পুল এগুলো ভালো খেলতে হবে।
আপনার ব্যক্তিগত কোনো লক্ষ্য...
ব্যক্তিগতভাবে তেমন কোনো লক্ষ্য নেই। দেশের হয়ে বড় জায়গায় খেলতে যাচ্ছি, চেষ্টা করব সুযোগটাকে কাজে লাগাতে। চেষ্টা থাকবে দেশের জন্য কিছু করার।
বড় ইনিংস খেলার লক্ষ্য...
অবশ্যই লক্ষ্য আছে। এতদিন পারিনি। এবার সেটা করার চেষ্টা করব। নিজেকে প্রমাণ করার সেরা জায়গা বিশ্বকাপ। নিজেকে প্রমাণের চেষ্টা করব বিশ্বকাপে।
প্রতিপক্ষ দলগুলো নিয়ে কোনো পরিকল্পনা...
পরিকল্পনা বলতে ওদের চলমান খেলাগুলো দেখছি। কোন বোলার কীভাবে বোলিং করছে, কোন ব্যাটসম্যান কীভাবে ব্যাটিং করছে..,সেগুলো পর্যবেক্ষণ করছি।
শর্ট বলে আপনার দুর্বলতা নিয়ে কি বলবেন...
আমি ভালো খেললেও আপনারা জানতে চাইবেন, আমি পুল ভালো খেলি কি না? আমার অবশ্যই চেষ্টা থাকবে ভালো পুল খেলার। আমি পুল ভালো খেলি, এটা অবশ্যই আমি প্রমাণ করব।