কোপা দেল-রেতে ভিলারিয়ালের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সার হয়ে জোড়া গোল করেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার৷ আর গোল দুটি করার পরেই ফুটবলের রাজপুত্র খ্যাত আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলের তারকা ফুটবলার রোমারিওকে পিছনে ফেলেন নেইমার৷ রেকর্ডটি এই দুই মহাতারকার চেয়ে বার্সেলোনার হয়ে বেশি গোল করেছেন তিনি৷
১৯৮২-৮৪ মৌসুমে বার্সেলোনার হয়ে খেলেন ম্যারাডোনা। সেবার দুই মৌসুমে ৫৬ ম্যাচে ৩৮ গোল করেন তিনি৷ অন্যদিকে ১৯৯৩-৯৫ সাল পর্যন্ত বার্সার হয়ে খেলেন রোমারিও৷ ৫৩ ম্যাচে ৩৯ গোল করেন ব্রাজিলের কিংবদন্তি তারকা৷ এখনও পর্যন্ত বার্সার হয়ে ৭৪টি ম্যাচে ৪১টি গোল করলেন নেইমার৷ ভিলারিয়ালের বিরুদ্ধে গোল করার পরেই রোমারিও ও ম্যারাডোনাকে টপকে গেলেন তিনি৷
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৫/মাহবুব