ভারতের ব্যাটিং লাইন আপ যে বিশ্বসেরা তা নতুন করে বলার কিছু নেই। আগের তিন ম্যাচেই কোহলি-রায়নারা দেখিয়ে দিয়েছেন। কিন্তু এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া মাত্র ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল ভারত। ১৩৪ রানে ৬ উইকেট হারানোর পর ভারতের হেরে যাওয়ার আশঙ্কাও জেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ৪৫ রান করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে তিনি বলেন, 'এটা কঠিন একটা উইকেট। এখানে ব্যাটিং করা মোটেও সহজ নয়। বিশেষ করে নতুন বলে খুব বাউন্স হয়। তখন উইকেটে থাকাই কঠিন। এটা আসলে বোলারদের উইকেট। এখানে ১৮৩ রানও কঠিন টার্গেট। তবে ভালো লাগছে এমন একটা উইকেটে জয় পাওয়ায়। আমাদের বোলাররা দারুণ বোলিং করেছেন। ক্যারিবীয় বোলারদের মতো বাউন্স না পেলেও তারা লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করেছেন। তাই সফলও হয়েছেন। তা ছাড়া এ ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরাও নিজেদের সামর্থ্য দেখানোর একটা সুযোগ পেয়েছেন।' অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার পরাজয়ের জন্য দায়ী করেছেন ব্যাটসম্যানদের।