ফুটবলের বিখ্যাত ওয়েবসাইট গোল ডট কম বর্তমান খেলোয়াড়দের বেতন, বোনাস, ব্যক্তিগত সম্পত্তি এবং ব্যবসাকে হিসেবে এনে ধনীদের এক তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে টপকে শীর্ষস্থান দখল করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৫ সালে সবচেয়ে ধনবান ফুটবলার রোনালদোর সম্পদের পরিমাণ ২১০ মিলিয়ন ইউরো। বেতন থেকে তিনি পেয়েছেন ১৮.২ মিলিয়ন ইউরো। এ ছাড়া তিনি রিয়াল মাদ্রিদের কাছ থেকে ফিফা ব্যালন ডি'অর, চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ জয় করার জন্য অতিরিক্ত বোনাস পেয়েছেন। স্পন্সর কোম্পানির কাছ থেকে পেয়েছেন ২৫ মিলিয়ন ইউরো। এ ছাড়াও তার আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির সম্পত্তির পরিমাণ ২০০ মিলিয়ন ইউরো। এই তালিকায় বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার (১৩৫ মিলিয়ন ইউরো) তৃতীয়, প্যারিস সেইন্ট জার্মেইনের সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ (১০৫ মিলিয়ন ইউরো) চতুর্থ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ তারকা ওয়েইন রুনি (১০৩ মিলিয়ন ইউরো) পঞ্চমে অবস্থান করছেন।
ষষ্ঠ স্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা কাকা। তার সম্পত্তির পরিমাণ ৯৬ মিলিয়ন ইউরো। এ ছাড়াও সাতে স্যামুয়েল ইতো (৮৭ মিলিয়ন ইউরো), আটে রাউল গঞ্জালেস (৮৫ মিলিয়ন ইউরো), নয় নম্বরে রোনালদিনহো (৮৩ মিলিয়ন ইউরো) এবং ১০ নম্বরে আছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (৮০ মিয়িলন ইউরো)।