ফেডারেশন কাপ ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্র ও জামালের সেমিফাইনাল ম্যাচে রেফারিং নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। শেখ জামালের গোলরক্ষক সোহেল ডি-বক্সে বাইরে এসে হাত দিয়ে বল ধরলেও রেফারি তৈয়ব তাকে লালকার্ড দেখিয়ে বহিষ্কার করেননি। এ নিয়ে শুধু শেখ রাসেল নয়, অন্য ক্লাবগুলোও ক্ষুব্ধ। বাফুফে সভা করে রেফারিদের সতর্ক করে দিয়েছে মাঠে যেন পক্ষপাতিত্ব বাঁশি বাজানো না হয়। এতেই প্রমাণ মেলে সেমিফাইনালে পক্ষপাতিত্বের। শেখ রাসেলের ডাইরেক্টর ইনচার্জ লাভলু বলেছেন, আমরা বাফুফের কাছে লিগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিদেশি রেফারি আনার দাবি জানাব। লাভলুর মতো অন্যরাও এ ব্যাপারে সোচ্চার হচ্ছেন। জানা গেছে, কয়েকটি ক্লাব লিগে বিদেশি রেফারি আনার ব্যাপারে খুব শিগগিরই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে স্মারকলিপি দেবে।