মাঠে নাচান প্রতিপক্ষের ডিফেন্ডারদের। এবার ফুটবল মাঠ থেকে ডান্স ফ্লোরে উঠলেন ক্রিশ্টিয়ানো রোনালদো। এখানেও দেখিয়ে দিলেন সিআর সেভেনের কেরামতি। রিয়াল উইঙ্গার প্রমাণ করলেন সব ক্ষেত্রেই পটু তিনি। কোন অনুষ্ঠানে অবশ্য নাচেননি রোনালদো। ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের নতুন জুতার বিজ্ঞাপনে নাচের প্রতিভা দেখিয়েছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড।
বিজ্ঞাপনটির শুরুতে মঞ্চে হেঁটে আসেন রোনালদো, তুলে নেন নিজের ব্র্যান্ডের একটি জুতার প্যাকেট। তারপরই পুরো মঞ্চে আলো জ্বলে ওঠে, শুরু হয় তার মঞ্চ কাঁপানো নাচ।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ ২০১৫/ এস আহমেদ