বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। ২১৫ রানের রেকর্ডময় ইনিংসটা যে দীর্ঘস্থায়ী হলো না। কাল ক্যারিবীয়দের বিরুদ্ধে চতুর্থ কোয়ার্টার ফাইনালে কিউই ওপেনার মার্টিন গাপটিল অপরাজিত ২৩৭ রানের ইনিংস খেলে ইতিহাস সৃষ্টি করেন। এ নিয়ে মোটেও কষ্ট পাননি গেইল। বরং কালকের ম্যাচে ভালো শুরু করেও তিনি শারীরিক সমস্যার জন্য ইনিংসকে লম্বা করতে পারেননি। ভক্তরা ভেবেছিলেন হয়তো গেইলও করে ফেলবেন আরেক ইতিহাস। কিন্তু তিনি আটকে যান ৬১ রানেই। ৩৩ বলে ৮ ছক্কা ও ২ চার হাঁকিয়েছেন তিনি। ম্যাচে শুরু থেকেই অস্বস্তিবোধ করছিলেন ক্যারিবীয় তারকা। দৌঁড়ে রান নিতেই পারছিলেন না।