উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ ২০১৬'র বাছাই পর্বে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। রবিবার জার্মানরা ২-০ গোলে হারিয়েছে জর্জিয়াকে। মারকো রেয়াস এবং থমাস মুলারের গোলে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এ জয়ে ডি গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। জিব্রালটারকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড। ফ্লেচারের হ্যাটট্রিক এবং ম্যালোনির ডাবলে এ বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটিশরা। এ বিশাল জয়ের পরও ডি গ্রুপে স্কটল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এদিকে আই গ্রুপে পর্তুগাল ২-১ গোলে হারিয়েছে সার্বিয়াকে। পর্তুগালের পক্ষে গোল করেছেন রিকার্ডো কারভালহো এবং ফ্যাবিও কোয়েন্ত্রাও। এ জয়ে পর্তুগিজরা আই গ্রুপে ৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে উঠে এসেছে। এছাড়াও রবিবার আরমেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে আলবেনিয়া। উত্তর আয়ারল্যান্ড ২-১ গোলে হারিয়েছে ফিনল্যান্ডকে। আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ১-১ গোলে ড্র করেছে পোল্যান্ডের সঙ্গে। রুমানিয়া ১-০ গোলে হারিয়েছে ফারো আইল্যান্ডকে। তবে গত বিশ্বকাপে চমক দেখানো গ্রিস গোলশূন্য ড্র করেছে হাঙ্গেরির সঙ্গে।