আইসিসি বিশ্বকাপ ২০১৫'র সেরা একাদশের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ একাদশে স্থান হয়নি টাইগারদের। গ্রুপ পর্বের পর সেরা একাদশে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা মাহমুদুল্লাহর নাম থাকলেও বিশ্বকাপের সেরা একাদশ থেকে বাদ পরেছেন তিনি। বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় ৩৬৫ রান করে তিনি ৯ নম্বরে অবস্থান করছেন। টুর্নামেন্টে রানার্সআপ হলেও সেরা একাদশে অধিনায়ক হিসেবে স্থান পেয়েছেন নিউজিল্যান্ড তারকা ব্রেন্ডন ম্যাককালাম। একাদশের বেশিরভাগ ক্রিকেটারই দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের। অধিনায়ক ম্যাককালামসহ নিউজিল্যান্ডের ৫ জন আছেন সেরা একাদশে। অন্যরা হলেন, মার্টিন গাপটিল, কোরি অ্যান্ডারসন, ড্যানিয়েল ভেট্টরি এবং ট্রেন্ট বোল্ট। গাপটিল এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক (৫৪৭)। কোরি অ্যান্ডারসন একজন অলরাউন্ডার হিসেবে ছাড়িয়ে গেছেন অন্যদের (১৪ উইকেট ও ২৩১ রান)। ভেট্টরি ছিলেন বিশ্বকাপের সবচেয়ে সফল স্পিনার (১৫ উইকেট)। ট্রেন্ট বোল্ট সর্বোচ্চ উইকেট শিকারি (২২টি)। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক এ দলে স্থান পাননি। তবে আছেন ভবিষ্যৎ অধিনায়ক স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল এবং মিচেল স্টার্ক। স্মিথ ৪০২ রান করেছেন বিশ্বকাপে। ম্যাক্সওয়েল ব্যাট ও বলে ছিলেন সফল (৩২৪ রান ও ৬ উইকেট)। অন্যদিকে ২২ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরার পুরস্কার বগলদাবা করেছেন মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার দুইজন স্থান পেয়েছেন এ দলে। এবি ডি ভিলিয়ার্স ও মরনে মরকেল। ভিলিয়ার্স ৪৮২ রান করে আছেন রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে। মরনে মরকেল ১৭ উইকেট শিকার করে একজন কার্যকরী পেসার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। উপমহাদেশের প্রতিনিধি হিসেবে এ দলে আছেন ক্রিকেটকে বিদায় জানানো লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। তিনি ব্যাট হাতে ৫৪১ রান করার পাশাপাশি ৩টা স্ট্যাম্পিং এবং ৫টা ক্যাচও লুফেছেন উইকেটের পিছনে দাঁড়িয়ে।
সেরা একাদশ
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কুমার সাঙ্গাকার (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কোরি অ্যান্ডারসন, ড্যানিয়েল ভেট্টরি, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মরনে মরকেল ও ব্রেন্ডন টেইলর।