একটা ফাইনালে পরাজিত হলে কি ধরনের অবস্থার মুখোমুখি হতে হয় তা ওয়াসিম আকরাম-সৌরভদের জিজ্ঞেস করলে ভালো উত্তর পাওয়া যাবে। উপমহাদেশে ক্রিকেটীয় আবেগ মাঝে মধ্যেই তার সব সীমানা ছাড়িয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তবে নিউজিল্যান্ড ওরকম নয়। তাদের ক্রিকেটীয় আবেগের সঙ্গে থাকে বাস্তব বিচার-বিবেচনাও। হয়ত ক্রিকেটীয় ভব্যতার চরম উদাহরণ দিতেই তারা গতকাল উৎসব করল। অস্ট্রেলিয়ার কাছে মেলবোর্নের পরাজয়টাকে তেমন গুরুত্বই দিল না ব্ল্যাক ক্যাপসরা। মিডিয়ার মুখোমুখি হওয়ার সময় ব্রেন্ডন ম্যাককালামের চোখে যদি অশ্রুর ফোঁটা লেগেও থাকে তাহলে তা ওখানেই শুকিয়েছে। ভাবাবেগের রাশটাকে টেনে ধরে অর্জনকে রাঙিয়ে তুলেছেন ম্যাককালামরা। তাদের সঙ্গে যোগ হয়েছে এমন এক জাতি যাদের অন্তরে রাগবির তুলনায় ক্রিকেটের স্থান নগণ্যই! তারপরও পত্রিকার পাতায় শিরোনাম ম্যাককালামরা।
নিউজিল্যান্ড হেরাল্ড লিখেছে, এই দলটাই আমাদের সর্বকালের সেরা। পরাজিত সেনাপতি ম্যাককালাম যখন মিডিয়াকে বললেন, আমাদের কোনো দুঃখ নেই, নিউজিল্যান্ডের আপামর জনতাও তাদের দুঃখকে চাপা দিল। সেতারের সুরের মতোই ভক্তদের গভীরে স্থান করে নিল ব্ল্যাক ক্যাপসরা। রিগ্যান টাইট বললেন, 'আমি খুব খুশি নই তবে গর্ব অনুভব করছি একজন কিউই হিসেবে। আমাদের পুরো বিশ্বকাপ মিশনটাই ছিল অসাধারণ। আমাদের ক্রিকেটারদের মাথা উঁচুই থাকবে।' ভক্তরা এখন নিউজিল্যান্ডে একে-অপরকে বলছে, তোমার মাথা উঁচু করে নাও। অশ্রু লুকিয়ে ফেল। ম্যাককালামরা এমন এক ঘটনা জাতিকে উপহার দিয়েছেন যা পারেনি মার্টিন ক্রোর ড্রিমটিমও!