ক্রিকেটের উত্তাপ কি ফুটবলে ছড়াবে। কোয়ার্টার ফাইনালে পক্ষপাতিত্ব আম্পায়ারিং, ফাইনালে আইসিসির গঠনতন্ত্র ভঙ্গ করে আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালকে পুরস্কার বিতরণ করতে না দেওয়া-এসব নিয়ে বাংলাদেশের ক্রীড়ামোদীরা ভারতের ওপর বেশ ক্ষুব্ধ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল বাছাই পর্বে লড়াইয়ে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে। চ্যাম্পিয়নের জন্য এ ম্যাচে কোনো গুরুত্ব নেই। দুদলই হেরে গেছে সিরিয়া ও উজবেকিস্তানের কাছে। কিন্তু মর্যাদার লড়াই বলে বাংলাদেশ-ভারতের ম্যাচে গুরুত্ব কম নয়। বিশেষ করে ক্রিকেট ঘিরে যে ক্ষোভ বিরাজ করছে তা কি ফুটবল মাঠে দেখা যাবে। বাংলাদেশ জিতলে গ্রুপে থার্ড হবে। অন্যদিকে ভারত ড্র করলেই চলবে।