ভারতের সফর অনিশ্চিত
আগামী জুন মাসে বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলের আসার কথা। আগে থেকেই এ শিডিউল ঠিক করা হয়েছিল। কিন্তু ভারতের সফর নিয়ে সংশয় প্রকাশ করেছে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার। পত্রিকায় উল্লেখ করা হয় কোয়ার্টার ফাইনালে আম্পায়ারিং নিয়ে বিতর্ক। ফাইনালে গঠনতন্ত্র উপেক্ষা করে শ্রীনিবাসন চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেওয়াতে বাংলাদেশে ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় জুনে ভারতীয় বোর্ড ক্রিকেটারদের বাংলাদেশে পাঠাবে কিনা তা দেখার বিষয়।
বাংলাদেশ লড়তো
অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের ফাইনাল জমবে বলে অনেকের মতো ব্রায়ান লারাও আশাবাদী ছিলেন। ম্যাচ শেষে তিনি বলেন, সারা বিশ্বকাপে ভালো খেলার পর ফাইনালে নিউজিল্যান্ড দাঁড়াতেই পারবে না তা আমি ভাবতেই পারিনি। এর চেয়ে বরং বাংলাদেশ ফাইনালে উঠলে লড়াই করতে পারত। কোয়ার্টার ফাইনালে বিতর্কিতভাবে হারলেও যতই শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন বাংলাদেশ যে লড়াই করার ক্ষমতা রাখে তা বিশ্বকাপে প্রমাণ পেয়েছি।
খুশি নন পন্টিং
বিশ্বকাপ ফাইনালে ছিল অসি অধিনায়ক মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে। অসি সাবেক অধিনায়ক রিকি পন্টিং এ জন্য তাকে অভিনন্দন জানান। কিন্তু হুট করে বিদায় নেওয়াতে খুশি হতে পারেননি। তিনি বলেন, ওর বয়সও তেমন হয়নি। পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। এ অবস্থায় দলে তার প্রয়োজন ছিল।
সাবিনার ৪০ গোল!
মালদ্বীপে গোলের বন্যা বয়ে দিচ্ছেন সাবিনা খাতুন। রবিবার বাংলাদেশ মহিলা দলের এই ফরোয়ার্ডের ১০ গোলে মালদ্বীপ পুলিশ ১৩-০ গোলে হারিয়েছে এমআরডিসিকে। এতে করে চার ম্যাচে সাবিনার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪০-এ। এই প্রথম বাংলাদেশের কোনো মহিলা ফুটবলার বিদেশে লিগে অংশ নিচ্ছেন। পুরুষরা বিদেশে লিগে অংশ নিলেও এত গোল করতে পারেননি।
জানতেন সাঙ্গাকারা
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তারপরও লঙ্কানবাসীরা আশাবাদী ছিলেন টানা চার ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্বে সাঙ্গাকারা পেতে পারেন ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। সাঙ্গাকারা বলেন, অযথা আশায় ছিলেন ভক্তরা। আমি নিশ্চিত ছিলাম এ পুরস্কার আমি পাচ্ছি না।