অস্ট্রেলিয়ার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড ট্যুরের জন্য তাদের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পাকিস্তানী বংশোদ্ভূত লেগ স্পিনার ফাওয়াদ আহমেদ। এই মৌসুমে অস্ট্রেলিয়ার জাতীয় ফাস্ট ক্লাস ক্রিকেটে চমৎকার বোলিংয়ের সুবাদেই অজিদের টেস্ট স্কোয়াডে জায়গা হলো তার। খবর দ্য হিন্দুর
শেফিল্ড শিল্ডের এই মৌসুমে ভিক্টোরিয়া স্টেটের হয়ে ২৪.৭৯ গড়ে ৪৮ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী ফাওয়াদ। অতি সম্প্রতি এক ম্যাচেই ৮ উইকেট নিয়ে ফাস্ট ক্লাস ক্রিকেটে নতুন রেকর্ড গড়েন তিনি।
২০১০ সালে নিজ দেশ পাকিস্তান থেকে পালিয়ে গিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছিলেন লেগ স্পিনার ফাওয়াদ। এরপর থেকে অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন তিনি। ওই দুই দেশ ট্যুরে আরেক স্পিনার নাথান লিওনের সঙ্গে যোগ দিবেন তিনি। অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে জায়গা পেয়ে খুবই উচ্ছ্বসিত ফাওয়াদ। তিনি বলেন, '২০১৫ সাল আমার জন্য বেশ চমৎকার যাচ্ছে। প্রতিটি অবস্থাতেই আমি বড় হৃদয় ও বড় বুক নিয়ে বল করেছি।'
এদিকে, ইংল্যিান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিবেন সম্প্রতি একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া মাইকেল ক্লার্ক। জুনের ৫ তারিখ থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে ২টি টেস্ট খেলবে অজিরা। আর জুলাইয়ের ৮ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হবে ৫ ম্যাচের ঐতিহ্যবাহী অ্যাসেজ টেস্ট।
ওই দুই দেশ ট্যুরে অজিদের স্কোয়াড হচ্ছে মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, ফাওয়াদ আহমেদ, ব্রাড হাদিন, যশ হ্যাজলউড, রায়ান হ্যারিস, মিশেল জনসন, মিশেল স্টার্ক, পিটার নেভিল, পিটার সিডল, ক্রিস রজারস, শন মার্শ, মিচ মার্শ, এডাম ভোজেস ও নাথান লিওন।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ ২০১৫/শরীফ