বগুড়া জিলা স্কুল মাঠে বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম মিতুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে এসএসসি ২০০৩ এর শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নীল'০৩ এর উদ্যোগে বগুড়া জিলা স্কুল মাঠে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে মিতুকে ফুলেল শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ, স্বপ্নীল'০৩ এর উপদেষ্টা ডা. সামির হোসেন মিশু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জিলা স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সব শ্রেণির ছাত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীরাসহ স্বপ্নীল'০৩ এর সাথিল, সেতু, রাজিব প্রমুখ। অনুষ্ঠানে মুশফিকভক্তরা অটোগ্রাফ ও ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ে।