বিশ্বকাপ শেষ, শুরু হতে যাচ্ছে আইপিএল। ৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা আইপিএলের নবম আসর। গত তিন বারের মতো এবারও কলকতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের।
কিন্তু একই সময়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের কারণে আইপিএলের সব ম্যাচ খেলা হচ্ছে না তার। মাত্র দুটি ম্যাচ খেলতে খুব শিগগিরি ভারতের উদ্দেশ্য রওনা হবেন তিনি।
বিসিবি থেকে দেশসেরা ক্রিকেটার এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছেন শুধু ৮ ও ১১ এপ্রিলের ম্যাচ দুটির জন্য। আর তাই এপ্রিলের ২ কিংবা ৩ তারিখে ভারতে গিয়ে সাকিবের দেশে ফেরার কথা ১২ তারিখ।
বিডি-প্রতিদিন/ ০১ এপ্রিল ১৫/ সালাহ উদ্দীন