যুক্তরাষ্ট্রের মিয়ামি ওপেনে নারীদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন ভারতীয় প্রমীলা টেনিস তারকা সানিয়া মির্জা ও সুইস মার্টিনা হিংগিস জুটি। দুই বোন আনাস্তাসিয়া ও আরিনা রোদিওনোভা জুটিকে কোয়ার্টার ফাইনালে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেন তারা। খবর দ্য হিন্দুর
গত মাসেই সানিয়া-হিংগিস জুটি ইন্ডিয়ান ওয়েলসে তাদের প্রথম পারিবাস ওপেন শিরোপা জিতেছেন। এরপরই তারা মিয়ামি ওপেনে এতদূর এগিয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ইঙ্গো-সুইস এ জুটি সেমিফাইনালে হাঙ্গেরি-ফরাসি জুটি তিমেয়া বাবোস ও ক্রিস্টিনা লাদেনোভিকের মুখোমুখি হবেন।
উল্লেখ্য, মার্টিনা হিংগিস এখন পর্যন্ত ১১টি গ্রান্ড স্ল্যাম [মিশ্র ও উইমেন] ও সানিয়া ৩টি গ্রান্ড স্ল্যাম জিতেছেন [সবকটিই মিশ্র]।
বিডি-প্রতিদিন/১ এপ্রিল ২০১৫/শরীফ