ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির পদ থেকে বুধবার দুপুরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আ হ ম মুস্তফা কামাল।
বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দেন। এ ঘটনার পর ভারতসহ অন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অনলাইন ভার্সনে আইসিসি সভাপতির পদ থেকে তার এই পদত্যাগের খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
ক্রিকেটভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ইএসপিএনক্রিকইনফোতে ‘আইসিসি সভাপতি থেকে কামালের পদত্যাগ’ শিরোনামে সংবাদটি প্রধান খবর হিসেবে প্রকাশ করেছে। খবরটিতে তারা উল্লেখ করেছে, ‘যারা অসাংবিধানিক কাজ করে তাদের প্রতিবাদে এবং ক্রিকেটের বৃহৎ স্বার্থে’ মুস্তফা কামাল আইসিসি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছে।
ব্রিটিশ ব্রডকাস্ট্রিং করপোরেশন (বিবিসি) বলেছে, অস্ট্রেলিয়াকে আইসিসির ট্রফি হস্তান্তরের সময় আইসিসি সভাপতি মুস্তফা কামালকে না রাখায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মেলবোর্নে বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে অপমান করা হয়েছে এমন অভিযোগ এনে আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুস্তফা কামাল।
দ্য গার্ডিয়ান বলেছে, আইসিসির নোংরামি ফাঁস করার হুমকি দেওয়ার কয়েকদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন সংস্থাটির গভর্নিং বডির প্রেসিডেন্ট মুস্তফা কামাল।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে, যারা অসাংবিধানিক ও বেআইনিভাবে কাজ করে তাদের সঙ্গে কাজ করা সম্ভব নয় সহকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুস্তফা কামাল।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, আইসিসি প্রেসিডেন্টকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়ার সুযোগ না দেওয়া সংস্থাটির সংবিধানের লঙ্ঘন, তাই এর প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুস্তফা কামাল।
পাকিস্তান সংবাদ মাধ্যম ডন বলেছে, সহকর্মীদের বিরুদ্ধে সংবিধানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে আইসিসি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুস্তফা কামাল।
এছাড়া দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে, সিনহুয়া, বিজনেস ইনসাইডার, ডেইলি ন্যাশন, ডেইলি মেইলসহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম আইসিসি সভাপতির পদত্যাগ ফলাও করে প্রকাশ করেছে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব