ইউক্রেনের আলেক্সান্ডার ডলগোপোলোভকে ৬-৭ (৩-৭), ৭-৫, ৬-০ সেটে হারিয়ে মায়ামি ওপেন টেনিসে পুরুষ এককের শেষ আটে পৌঁছে গেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।
মঙ্গলবার রাতের ওই ম্যাচে ডলগোপোলোভকে হারালেও ম্যাচটি সহজ ছিল নোভাক জকোভিচের কাছে। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন স্পেনের ডেভিড ফেরারের।
পুরুষ একেকের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া অন্যান্য খেলোয়াড়রা হলেন- ব্রিটেনের অ্যান্ডি মারে, জাপানের কেই নিসিকোরি, যুক্তরাষ্ট্রের জন ইসনার, আর্জেন্টিনার জোয়ান মোনাকো, অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম এবং চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল, ২০১৫/মাহবুব