নাটের গুরু তিনি। যার চক্রান্তের শিকার হয়েই আইসিসির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আ হ ম মুস্তফা কামাল। কাল পদত্যাগ করার সময় তাকে ঘিরেই অধিকাংশ কথা বলেছেন লোটাস কামাল। কিন্তু নামটা একবারও মুখে উচ্চারণ করেননি। তিনি বলেন, 'ওই লোকটি নাম মুখে নিতেও আমার ঘৃণা হয়।' নাম না বললেও বুঝতে কষ্ট হয় না, ঘৃণিত ওই লোকটির নাম এন শ্রীনিবাসন! বিতর্কিত এই লোকটিকে তার কৃতকর্মের জন্য কিছুদিন আগে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের সভাপতির পদ থেকেও। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডালমিয়া। শ্রীনিবাসনের বিরুদ্ধে ভারতে অনেক মামলা রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে ম্যাচ পাতানোর মতো গুরুতর অভিযোগও। তার মেয়ে-জামাই মায়াপ্পন সরাসরি ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত। এতো অভিযোগ যার বিরুদ্ধে সেই লোককে কীভাবে আইসিসির চেয়ারম্যান পদে রাখা হলো? এ ব্যাপারে কেন আইসিসি কোনো পদক্ষেপ নেয়নি বা আইসিসির সভাপতি হিসেবেই বা আপনি কী করেছেন, এমন প্রশ্নে মুস্তফা কামাল বলেছেন, 'যখন তিনি আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন, তখন অভিযোগ ছিল না।'
শ্রীনিবাসনের চক্রান্তের শিকার হয়ে মুস্তফা কামাল পদত্যাগ করলেও তার বিরুদ্ধে তিনি মামলা করতে রাজি হননি। কামাল মনে করেন, এখন তার বিরুদ্ধে মামলা করলে তা আইসিসির বিরুদ্ধে মামলা করা হবে। একজন ক্রিকেটপ্রেমিক হিসেবে তা করতে চান না কামাল। তবে শ্রীনিবাসনের মতো ব্যক্তিরা যাতে আইসিসিতে রাজত্ব করতে না পারে তার প্রতিবাদ হিসেবেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 'আমার এই পদত্যাগে ক্রিকেটের বিজয় হয়েছে। সত্যের বিজয় হয়েছে। এখন গোটা বিশ্ব এই কারণটা অনুসন্ধান করবে। তখন বুঝতে পারবে আসল ঘটনা। এই কুৎসিত লোকগুলো থাকলে ক্রিকেটের উন্নতি হবে না।'