বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির টেস্ট র্যাংকিংয়ে চরম অবনতি হয়েছে ভারতের। র্যাংকিংয়ে অবনমন হয়ে দলটির অবস্থান সপ্তম স্থানে চলে গেছে। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে ৯৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভারত। এর পরেই রয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের শ্রীলংকা। তাদের পয়েন্ট ৯৬। ৯৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে একাদশ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড।
এদিকে, সর্বোচ্চ ১২৪ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষেই রয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ডের অবস্থান ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয়। এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান।
অপরদিকে, বাংলাদেশের অবস্থা অপরিবর্তিত। ৩২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে টাইগাররা। ৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে ওয়েস্ট ইন্ডিজ। র্যাংকিংয়ের শেষ অর্থাৎ দশম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৫/শরীফ