ফ্যামিলি সার্কেল কাপের ডাবলসে কোয়ার্টার টপকে সেমিফাইনালে উঠেছেন মার্টিনা হিঙ্গিস ও সানিয়া মির্জা। কোয়ার্টার ফাইনালে এই জুটি হারিয়েছে আনাবেল মিডিনা-গারিগাস ইয়ারোস্লাভা শভেডোনা জুটিকে।
প্রতিযোগিতার শীর্ষ বাছাই হিঙ্গিস-সানিয়া ৭-৫, ৪-৬, ১৩-১১ গেমে জয় পেয়েছেন মিডিনা-গারিসাস জুটির বিপক্ষে। প্রায় পৌনে দুই ঘণ্টা লড়াইয়ের পর বিজয়ের হাসি হেসেছেন হিঙ্গিস-সানিয়া জুটি।
এ জয়ে বছর শেষে ডাবলসের লিভারবোর্ডে এক নম্বর স্থান নিশ্চিত করেছেন হিঙ্গিস-সানিয়া। বিষয়টি নিশ্চিত করে উইমেনস টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লউটিএ) ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। বছর শেষে ডব্লিউটিএ ফাইনালস অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে। টুর্নামেন্ট শুরু হবে ২৫ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৫/ এস আহমেদ