দিল্লি ডেয়ারডেভিলসকে ৩ উইকেটে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে টানা দ্বিতীয় জয় পেয়েছে রাজস্থান রয়ালস। অন্যদিকে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে দিল্লি।
রবিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাটে করতে নামে দিল্লি। দুই তরুণ ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শ্রেয়াজ আইয়ার দলকে ভাল সূচনা দিয়েছেন। ২১ বলে ৩৭ রান করেছেন আগারওয়াল। আইয়ার করেছেন ৩০ বলে ৪০ রান। এ ছাড়া অধিনায়ক জেপি ডুমিনি ৩৮ বলে অপরাজিত ৪৪, যুবরাজ সিং ১৭ বলে ২৭ এবং অ্যাঞ্জেলো ম্যাথুস ১৪ বলে ২৭ রান করলে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮৪ রানে পুঁজি সংগ্রহ করেছে দিল্লি ডেয়ারডেভিলস। রাজস্থানের পক্ষে ২টি উইকেট নিয়েছেন ক্রিস মরিস।
১৮৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজস্থান। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দলটি। তবে ওপেনার আজিঙ্ক রাহানের ৩৯ বলে ৪৭ এবং মিডল অর্ডারে দিপক হুদার ২৫ বলে ৫৪ রানের সুবাদে জয় পেয়েছে আইপিএলের প্রথম আসরের শিরোপাজয়ী রাজস্থান রয়ালস। জয়ের জন্য শেষ বলে দলটির প্রয়োজন ছিল ৩ রান। শ্রীলঙ্কান জাতীয় দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের করা ওই বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে দলকে জয় এনে দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার টিম সাউদি। দিল্লির পক্ষে ৪টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার ইমরান তাহির।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৫/মাহবুব