বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মুমিনুল হকের ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পূর্বাঞ্চল ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হারিয়েছে নাসির হোসেনের বিসিবি উত্তরাঞ্চলকে।
বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য পাকিস্তান সিরিজের আগে ঘরের মাঠে নিজেদের ঝালিয়ে নেওয়া। পাশাপাশি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দ্রুতগতির উইকেটে খেলার পর ঘরের মাঠে ধীরগতির উইকেটের ক্রিকেটাররা যেন মানিয়ে নিতে পারেন। গতকাল উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ফাইনালের মধ্য দিয়ে সফল পরিসমাপ্তি ঘটেছে টুর্নামেন্টের। ক্রিকেটাররা যে দারুণ ফর্মে রয়েছেন ঘরের মাঠের পারফরম্যান্সই তার প্রমাণ দিয়েছে।
বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে না পারলেও রানে ফিরেছেন নাসির হোসেন ও মুমিনুল হক। কালকের ফাইনালে ৮৪ বলে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন নাসির হোসেন। বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও তার দলের ওপেনার মাহমুদুল হাসান ঠিকই সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। হাফ সেঞ্চুরি পেয়েছেন পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হক ও জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা লিটন কুমার দাস। অলরাউন্ড পারফর্ম করেছেন জাতীয় দলে ফেরা আবুল হাসান রাজু। নাসির-মাহমুদুলের দুর্দান্ত ব্যাটিংয়ে কাল প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৯১ রান করেছিল উত্তরাঞ্চল। ২৯২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এরপর লিটন দাস ও মুমিনুল হক মিলে ১০২ রানের জুটি গড়েন। মাত্র ৩৭ বলে ৫০ রান করার পর আউট হয়ে যান লিটন। তবে মুমিনুল ৭৭ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন। কাল জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা পূর্বাঞ্চল ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩১ রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর খেলা আবার শুরু হলে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২৭৮। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। বল হাতে ৪০ রানে ১ উইকেট এবং ব্যাট হাতে ৩৫ বলে ৩৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা ম্যাচসেরা হয়েছেন আবুল হাসান।
শিরোনাম
- যুক্তরাজ্যে ভিসা নীতিতে কড়াকড়ি, নজরে পাকিস্তানসহ একাধিক দেশ
- বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা: প্রথম যৌথ কমিটির সভা ঢাকায় অনুষ্ঠিত
- ৬ বছর বয়সী ‘বিশ্বের সবচেয়ে সুন্দর’ সেই মেয়ের বয়স এখন ২৪, তবে...
- দুই দিনের বৃষ্টিতে গুজরাটে ১৪ জনের মৃত্যু, আহত ১৬
- ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার
- সকালে পরাজয়, বিকালে জয়ী জার্মানির চ্যান্সেলর মেৎস
- বিয়ের কেনাকাটা করতে গিয়ে প্রাণ গেল বরের
- ফিফার অনুমোদন, বাংলাদেশের হয়ে খেলতে বাধা নেই সামিতের
- কানাডা থেকে আলাদা হতে চায় আলবার্টা!
- নতুন করে যেন রোহিঙ্গা না আসে সেই চেষ্টা করছি : খলিলুর রহমান
- ৭ দিনের মধ্যে মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ না হলে রংপুরে ধর্মঘটের হুঁশিয়ারি
- উল্টো পথে চলাচলে ডিএমপির দেড় শতাধিক মামলা
- ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানে বিস্ফোরণ, ৭ সেনা নিহত
- অভিবাসন বিষয়ক এমওইউ স্বাক্ষর, ইতালির মন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ অর্জন : পররাষ্ট্র মন্ত্রণালয়
- শুল্কযুদ্ধের পরিণতি, আমেরিকায় বাণিজ্য ঘাটতিতে নতুন রেকর্ড
- ইসরায়েলি হামলায় ধ্বংস ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর
- মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬৭৬
- সাবেক মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- স্কুলছাত্র হাত্যাকারীদের শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, মানববন্ধন
মুমিনুলের পূর্বাঞ্চল চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর