বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মুমিনুল হকের ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পূর্বাঞ্চল ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হারিয়েছে নাসির হোসেনের বিসিবি উত্তরাঞ্চলকে।
বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য পাকিস্তান সিরিজের আগে ঘরের মাঠে নিজেদের ঝালিয়ে নেওয়া। পাশাপাশি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের দ্রুতগতির উইকেটে খেলার পর ঘরের মাঠে ধীরগতির উইকেটের ক্রিকেটাররা যেন মানিয়ে নিতে পারেন। গতকাল উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের ফাইনালের মধ্য দিয়ে সফল পরিসমাপ্তি ঘটেছে টুর্নামেন্টের। ক্রিকেটাররা যে দারুণ ফর্মে রয়েছেন ঘরের মাঠের পারফরম্যান্সই তার প্রমাণ দিয়েছে।
বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে না পারলেও রানে ফিরেছেন নাসির হোসেন ও মুমিনুল হক। কালকের ফাইনালে ৮৪ বলে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন নাসির হোসেন। বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও তার দলের ওপেনার মাহমুদুল হাসান ঠিকই সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। হাফ সেঞ্চুরি পেয়েছেন পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হক ও জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা লিটন কুমার দাস। অলরাউন্ড পারফর্ম করেছেন জাতীয় দলে ফেরা আবুল হাসান রাজু। নাসির-মাহমুদুলের দুর্দান্ত ব্যাটিংয়ে কাল প্রথম ইনিংসে ৭ উইকেটে ২৯১ রান করেছিল উত্তরাঞ্চল। ২৯২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এরপর লিটন দাস ও মুমিনুল হক মিলে ১০২ রানের জুটি গড়েন। মাত্র ৩৭ বলে ৫০ রান করার পর আউট হয়ে যান লিটন। তবে মুমিনুল ৭৭ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন। কাল জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা পূর্বাঞ্চল ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩১ রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর খেলা আবার শুরু হলে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪৬ ওভারে ২৭৮। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। বল হাতে ৪০ রানে ১ উইকেট এবং ব্যাট হাতে ৩৫ বলে ৩৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলা ম্যাচসেরা হয়েছেন আবুল হাসান।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
মুমিনুলের পূর্বাঞ্চল চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর