বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ওয়ানডে ও টি-২০র টিকিটের সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। টেস্টের টিকিট ২০ টাকা। বুধবার থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নির্ধারিত কিছু শাখায় টিকিট পাওয়া যাবে।
ঢাকার ম্যাচগুলোর টিকিট বিক্রি হবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪টি শাখায়। শাখাগুলো হলো- মিরপুর রোড ব্রাঞ্চ, মিরপুর ব্রাঞ্চ, বিজয় নগর ব্রাঞ্চ ও বসুন্ধরা ব্রাঞ্চ। খুলনায় অনুষ্ঠিত একমাত্র টেস্টের টিকিট পাওয়া যাবে খুলনা প্রধান শাখা ও খানজাহান আলী শাখায়। বাংলাদেশ-পাকিস্তান সিরিজসহ সামনে আরও চার সিরিজের টিকিট বিক্রির স্বত্ব পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট ইউক্যাশ এবং নির্ধারিত ব্রাঞ্চের মাধ্যমে বিক্রয় করবে ব্যাংকটি। ঢাকায় মিরপুর ব্রাঞ্চে ও খুলনায় খানজাহান আলী ব্রাঞ্চে এই সুযোগ থাকছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক।